‘ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে’

গণমঞ্চ ডেস্ক নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নির্বাচনে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শামীম হোসেন বলেন, ‘আমার স্টুডেন্ট অটোনমি ধারণাটা জনপ্রিয় হওয়ার পর বিরোধীরা আমাকে ছাত্রলীগ বানানোর চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনটা সঠিক কোনটা ভুল তারা তা বোঝে। জয়, পরাজয়টা আসলে ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে।’

নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম বলেন, ‘নির্বাচনি পরিবেশ ভালো দেখছি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমরা যারা প্রার্থী রয়েছি তাদের সবার মধ্যেই সোহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করছি নির্বাচনি পরিবেশ নষ্ট হওয়ার মতো কিছু হবে না।’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *