চুয়েটে ভিন্ন আয়োজনে ব্যবহারিক ক্লাস

গণমঞ্চ ডেস্ক নিউজ

চারদিকে নেই দিনের কোন আলো, কৃত্রিম আলোতে গায়ে নিরাপত্তা সরঞ্জাম জড়িয়ে হাতে টর্চলাইট নিয়ে কয়লার খনিতে ঘুরছে শিক্ষার্থীরা। তাদের উদ্দেশ্য হলো কয়লার খনি পর্যবেক্ষণ, তার বৈশিষ্ট্য ও  সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে জ্ঞানার্জন। সম্প্রতি এমনই অভিজ্ঞতা অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং  (পিএমই) বিভাগের শিক্ষার্থীরা।

গত ১৪-১৬ সেপ্টেম্বর চুয়েট পিএমই বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী মাইনিং ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর ব্যবহারিক পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের আন্ডারগ্রাউন্ড কার্যক্রম পরিদর্শন করা হয়। এতে পিএমই বিভাগের তিনজন শিক্ষক তিনজন কর্মচারী এবং চতুর্থ বর্ষের ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিনে তারা পৌঁছায় বড়পুকুরিয়া কয়লার খনিতে। সেখানে তারা কয়লার খনি নিরাপত্তা সম্পর্কে একটি সেমিনারে অংশ নেয়। অপর একটি সেমিনারে বড়পুকুরিয়া কয়লার খনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা দুটি ভাগে কয়লার খনিতে নামে। প্রথমে খনিতে বিশেষ লিফটে (কেইস) করে একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত যায় শিক্ষার্থীরা। সেখান থেকে বিশেষ যানবহন দ্বারা টানেল পথে কিছুটা দ্রুত অতিক্রম করে। তারপর কিছুক্ষণ  হেঁটে খনির মূল অংশ প্রবেশ করে। সেখানে গিয়ে এক ভাগের শিক্ষার্থীরা কীভাবে কয়লা কাটা হয় এবং তা কনভেয়ার ভেল্টে করে ওপরে পাঠানো হয় সেই পদ্ধতি দেখে। আরেক ভাগে শিক্ষার্থীরা কয়লার খনিতে কয়লা কাটার আগে খনির কি ধরনের ব্যবস্থা নিতে হয় তা পরিদর্শন করে। সেখানে তারা খনির বায়ু চলাচল ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করে। সব মিলিয়ে তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা খনির ভেতরে অবস্থান করে।

খনি থেকে উঠে আসার পর দুই গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে, তাদের পারস্পরিক অভিজ্ঞতা বর্ণনা করে। এই যাত্রায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের  কর্মচারীরাও অংশ নেন। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মধ্যপাড়া গ্রানাইট খনি পরিদর্শনে যায়।  বিশেষ যানবাহনে চেপে শিক্ষার্থীরা মাটির প্রায় ৮৫০ ফুট গভীরে প্রবেশ করে এবং কীভাবে গ্রানাইট কাটা হয়, তা ছোট অংশে পরিণত করা এবং ভূপৃষ্ঠে নিয়ে আসা হয় সেই পদ্ধতি পরিদর্শন করেন।

কয়লার খনি পরিদর্শনের অভিজ্ঞতার বিষয়ে চুয়েট পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম নাঈম বলেন, আমাদের তিন দিনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমরা বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ভিজিট করেছি। কয়লা খনিতে প্রায় ১৬০০ ফুট ও মধ্যপাড়া গ্রানাইট মাইনে ৮৮৫ ফুট মাটির নিচে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ক্লাসে আন্ডারগ্রাউন্ড মাইনিং সম্পর্কে লেকচার শোনা থেকে সশরীরে ভূগর্ভের এত গভীরে গিয়ে জিনিসগুলো দেখা একটা অন্যরকম অনুভূতি। বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য এ রকম ইন্ডাস্ট্রিয়াল ভিজিট নিয়মিত আয়োজন করলে  শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য খুব কার্যকর হবে বলে আমি মনে করি।

পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাদাত মোহাম্মদ সায়েম বলেন, এটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্লভ সুযোগ, কারণ সাধারণত খনির নিচে সরাসরি যাওয়ার সুযোগ খুবই সীমিত। আমাদের বিভাগে মাইনিং বিষয়ক অনেক কোর্সে খনির তাত্ত্বিক   বিষয়গুলো পড়ানো হয়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এই তাত্তিক জ্ঞানকে আরও পূর্ণতা দান করবে । আমরা আন্ডারগ্রাউন্ডে কয়লা খনি এবং গ্রানাইট খনি– দুইটিই সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানকার ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পেয়েছে যা তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন তৈরি করেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *