গণমঞ্চ নিউজ ডেস্ক –
ম্যাচ শেষে কাঁদতে শুরু করলেন নেইমার। কয়েকজন এসে স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ব্রাজিলের লিগ ম্যাচে ভাস্কো দা গামার কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে ওঠা যে খুব কঠিন হবে, তা আর বুঝতে বাকি রইল না।
রবিবার (১৭ আগস্ট) রাতে হারের পর মাঠেই অঝোরে কেঁদে ফেলেন এই তারকা ফরোয়ার্ড। সতীর্থ ও কোচ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাকে সামলানো কঠিন হয়ে যায়। ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি লজ্জিত। অত্যন্ত খারাপ খেলেছি আমরা। সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে। আমার জীবনে এর থেকে খারাপ অভিজ্ঞতা হয়নি। এই ক্লাবের জার্সি পরে এমন পারফরম্যান্স লজ্জার।”
এই হারের পর অবনমন এড়ানো কঠিন হয়ে গেল সান্তোসের জন্য। ১৯ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে তারা ১৫তম স্থানে রয়েছে। ভাস্কো এই জয়ে খানিকটা নিরাপদ জায়গায় চলে গেছে।
কেবল খেলোয়াড় নয়, কোচকেও এর খেসারত দিতে হয়েছে। লজ্জাজনক পরাজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত করা হয়েছে ৬১ বছর বয়সি কোচ ক্লেবার জেভিয়েরকে। গত এপ্রিলেই দায়িত্ব নিয়েছিলেন তিনি, চার মাসও টিকলেন না।
পিএসজি ছেড়ে ২০২২ সালে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকার পর সান্তোসে ফেরেন তিনি।
এই ম্যাচে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিপ কুতিনিওর দিকে। নেইমার প্রতিনিধিত্ব করছিলেন সান্তোসের আর কুতিনিও ভাস্কো দা গামার।