ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে নির্ধারিত বৈঠক বাতিল

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আর নয়াদিল্লি সফরে আসছে না।

শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আলোচনার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার বা স্থগিত হওয়ার সম্ভাবনাও আপাতত নষ্ট হয়ে গেছে।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্কহার ৫০ শতাংশ পর্যন্ত দাঁড়াবে, যা যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধে সর্বোচ্চ হার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়। কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শুধুমাত্র রুশ তেল কেনার জন্য দেশটিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও রাশিয়া থেকে পণ্য আমদানি অব্যাহত রেখেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *