গণমঞ্চ নিউজ ডেস্ক –
ভারতের কেরালা রাজ্যে বিরল জলবাহিত ‘ব্রেন-ইটিং’ অ্যামিবা (Naegleria fowleri) সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
সরকারি টাস্কফোর্সের সদস্য চিকিৎসক আলতাফ আলি এএফপিকে জানান, “আমরা রাজ্যজুড়ে ব্যাপকহারে পরীক্ষা চালাচ্ছি যাতে দ্রুত রোগী শনাক্ত ও চিকিৎসা দেওয়া যায়।”
সরকারি হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত এই অ্যামিবার কারণে ৭২ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৯ জন মারা গেছেন। গত বছর ৩৬ জন আক্রান্তের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছিল।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানায়, এই অ্যামিবাকে সাধারণত “ব্রেন-ইটিং অ্যামিবা” বলা হয়, কারণ এটি মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে। অ্যামিবা যদি মস্তিষ্কে পৌঁছে যায়, তবে সংক্রমিত রোগীদের মধ্যে ৯৫ শতাংশের বেশি মৃত্যুবরণ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, জ্বর ও বমি। দ্রুত তা খিঁচুনি, মানসিক বিভ্রাট, হ্যালুসিনেশন এবং শেষ পর্যন্ত কোমায় পরিণত হয়।
এই অ্যামিবা সাধারণত উষ্ণ পানির হ্রদ ও নদীতে পাওয়া যায় এবং নাকের মাধ্যমে দূষিত পানি শরীরে প্রবেশ করলে সংক্রমণ ঘটায়। তবে এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না।
ডা. আলতাফ আলি সতর্ক করে বলেন, “এ বছর নতুন সংক্রমণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, যেখানে আগের বছরগুলোতে তা কেবল নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল। এটি উদ্বেগজনক।”
১৯৬২ সাল থেকে বিশ্বব্যাপী প্রায় ৫০০টি কেস নথিভুক্ত হয়েছে, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়।