গণমঞ্চ নিউজ ডেস্ক –
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু–এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল এফসি গোয়া ও রোনালদোর দল আল নাসর মুখোমুখি হবে এ ম্যাচে। ভারতের সংবাদমাধ্যম ইতিমধ্যেই ম্যাচটিকে বলছে ‘ঐতিহাসিক’।
শুক্রবার ড্রয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর এশিয়ার দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলোল আর ইরাকের আল-জাওরা।
প্রতিটি গ্রুপে শীর্ষ দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বে আগামী ২২ অক্টোবর গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় ক্লাবটির মুখোমুখি হবে আল নাসর। সব ঠিক থাকলে এই ম্যাচটি খেলতেই ভারতে যেতে পারেন ‘সিআর সেভেন।’ এরপর ৫ নভেম্বর রিয়াদে ফিরতি লেগে আল নাসরের মুখোমুখি হবে গোয়া।