ভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল এসব তথ্য নিশ্চিত করেন।

ক্রোক আদেশ হওয়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২৪৯৯ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১৯১৭ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, পূর্ব নাসিরাবাদে আরামিটর সিমেন্টের নামে ২১৩৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট।

দুদকের পক্ষের তাদের স্থাবর সম্পদের ক্রোকের আবেদন করেন সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান। 

আবেদনে বলা হয়,সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিং এর অভিযোগে ৯ জন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

সেখানে আরও বলা হয়েছে, অনুসন্ধানের সময় গোপন সূত্রে সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর/হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। সে কারণে, এসব স্থাবর সম্পদ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।

এর আগে, গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। গত ২২ জুন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *