ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ফ্রান্সের থিয়াত্র দ্যু শাতলেতে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন উসমান দেম্বেলে। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

সোমবার (২২ সেপ্টেম্বর) রোনালদিনহোর হাত থেকে দেম্বেলে পুরস্কার গ্রহণ করেন। তিনি গত মৌসুমে পিএসজি-কে প্রথম ফরাসি দল হিসেবে মহাদেশীয় ট্রেবল জিততে সাহায্য করেছিলেন। পুরুষদের পুরস্কারে বার্সেলোনার লামিনে ইয়ামালকে হারিয়েছেন তিনি।

মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে এটি জিতেছেন জিয়ানলুইজি দোনারুমা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি। যা জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)।

সর্বাধিক গোলদাতার জার্ড মুলার ট্রফি পুরুষ বিভাগে জিতেছেন ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন) এবং নারী বিভাগে জিতেছেন এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)।

অ-২১ পর্যায়েও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম কোপা ট্রফি। ছেলে-মেয়ে দুই বিভাগেই পুরস্কারটি গেছে বার্সেলোনার ঘরে। ব্যালন ডি’অর না জিতলেও এই পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার নারী দলের ভিকি লোপেজ জিতেছেন নারী বিভাগের পুরস্কারটি। এছাড়া, সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে জানা ফাউন্ডেশন।

পিএসজি পুরুষ ক্লাব হিসেবে এবং আর্সেনাল নারী ক্লাব হিসেবে বর্ষসেরা ক্লাবের সম্মাননা অর্জন করেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *