গণমঞ্চ নিউজ ডেস্ক –
বাংলাদেশ ব্যাংকের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ সাড়ে ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ রোববার সন্ধ্যায় ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৬২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, গত ২৪ সেপ্টেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৩৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ার কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এসব ব্যাংক অন্য ব্যাংকের কাছে ডলার বিক্রির পর অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছেও বিক্রি করছে, যা রিজার্ভে যোগ হচ্ছে।
জানতে চাইলে আরিফ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যেম বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনায় রিজার্ভ বাড়ছে।