মোঃ এনামুল হাসান, ঢাকা, কেরানীগঞ্জ থেকে
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে গত শনিবার উদ্ধার করা নারী-শিশুসহ অজ্ঞাতনামা চারজনের লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
গত শনিবার দুপুরে বুড়িগঙ্গার মীরেরবাগ কোল্ডস্টোরেজ এলাকার তীর থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক ছেলেশিশুর লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। ওই নারীর গলায় কালো রঙের কাপড় পেঁচানো ছিল। আর শিশুটির লাশ ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। নারীর পরনে ছিল সালোয়ার-কামিজ।
সেদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকা থেকে আরও এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করে বরিশুর নৌপুলিশ সদস্যরা। উদ্ধারকালে পুরুষের এক হাতের সঙ্গে ওই নারীর এক হাত বাঁধা ছিল। এ ঘটনায় গত রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানায় দুটি হত্যা মামলা হয়েছে।
আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে সংরক্ষিত রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল মর্গের ডোম শ্যামল লাল বলেন, গত শনিবার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া চারজনের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এখন পর্যন্ত তাঁদের ব্যাপারে কেউ খোঁজ নিতে আসেনি।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত চার লাশের সন্ধানে এখন পর্যন্ত তাঁদের কোন স্বজন ও দাবিদার আসেননি। দেশের সমস্ত থানায় লাশের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। একই সাথে ঢাকা মহনগর ও জেলা পুলিশের নদী সংলগ্ন থানায়ও বার্তা দেওয়া হয়েছে। চার লাশের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, লাশগুলো বর্তমানে মিটফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে। মর্গ কর্তৃপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।