বিমানের চাকায় চড়ে কাবুল থেকে দিল্লি গেল ১৩ বছরের আফগান কিশোর

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মৃত্যুকে তুচ্ছ করে কেবল কৌতূহলের বশে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। কাম এয়ারের একটি যাত্রীবাহী বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে সে আফগানিস্তানের কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত প্রায় ১০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়েছে। 

প্রায় দেড় ঘণ্টার এই বিপজ্জনক যাত্রা শেষে সে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে। সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পর রানওয়েতে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে বিমানবন্দরের কর্মীরা তাকে আটক করেন।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) জিম্মায় নেওয়া হয়। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ওই দিনই বিকেলে ফিরতি ফ্লাইটে কাবুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি জানায়, কৌতূহল থেকে সে এই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছে।

সিআইএসএফের একজন মুখপাত্র জানান, কাম এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার সকালে দিল্লিতে অবতরণ করে। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে পুরো যাত্রাপথে সে কারও নজরেই আসেনি। বিমানবন্দরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদপত্র ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরটি আসলে ইরানে যেতে চেয়েছিল। সে জানত না যে বিমানটি তেহরানের বদলে দিল্লির দিকে আসছে। 

প্রতিবেদন অনুযায়ী, সে কাবুল বিমানবন্দরে যাত্রীদের একটি দলকে অনুসরণ করে নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে উড়োজাহাজটির পেছনের চাকায় নিজেকে লুকিয়ে ফেলে। সঙ্গে তার বলতে ছিল শুধু লাল রঙের একটি ছোট অডিও স্পিকার, যা পরে বিমানকর্মীরা তল্লাশি চালিয়ে ল্যান্ডিং গিয়ার থেকে উদ্ধার করেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক বিমান সাধারণত ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং অক্সিজেনের তীব্র সংকট থাকে। 

এমন পরিস্থিতিতে বিমানের চাকার মতো খোলা জায়গায় লুকিয়ে যাত্রা করলে অক্সিজেনের অভাবে হাইপোক্সিয়া, তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়া এবং বিমান অবতরণের সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু প্রায় নিশ্চিত।

সাম্প্রতিক কালে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিমানে লুকিয়ে যাত্রার ঘটনা প্রায়ই ঘটছে। তবে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় বেঁচে ফেরার নজির অত্যন্ত বিরল।

২০২২ সালে আমস্টারডামে একটি কার্গো বিমানের চাকায় একজন কেনীয় যুবককে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল, যা সকলকে অবাক করে দিয়েছিল।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *