বিজয় থালাপতিকে কটাক্ষ করলেন তামিল নাড়ুর মন্ত্রী 

গণমঞ্চ ডেস্ক নিউজ

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ সম্বোধন করায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে কটাক্ষ করেছেন প্রদেশটির কৃষিমন্ত্রী এম আর কে পন্নিরসেলভাম। তিনি বলেন, বিজয়ের রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে। খবর এনডিটিভি 

এই মন্ত্রী বলেন, সিনেমা আর রাজনীতি এক নয়। ভক্তদের আগত সমাবেশে তিনি এমনভাবে বক্তৃতা দিয়েছেন মনে হয়েছিল তিনি ছবির সংলাপ বলছেন। 

তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের উদ্দেশ্যে পন্নিরসেলভাম বলেন, তার পরিপক্কতার অভাব রয়েছে। সে ডিএমকে দলের নেতাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে সিনেমা আর রাজনীতি এক নয়। 

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ডিএমকে বহু কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার মধ্যে নারীদের মাসিক ১ হাজার রুপির অনুদানও রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা অতীতে বহু আন্দোলনে অংশ নিয়েছি এবং কঠিন সময় পার করেছি। আমাদের নেতা (স্ট্যালিন) জনগণের জীবনমান উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন।’

প্রসঙ্গত, সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)।

দল ঘোষণার আট মাস পর এ বছরের আগস্টে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’ 

গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *