বিচারকের সামনে এজলাসে সাংবাদিককে মারধর ও লাঞ্চিতের ঘটনা ঘটেছে ঢাকার চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের আদালতে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিন লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আইনজীবীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম।

আন্তর্জাতিক এক নিউজ এজেন্সির সাংবাদিক আদালতের এজলাসে সাংবাদিক পান্নার সাথে কথা বলছিলেন। এঘটনাকে কেন্দ্র করে তাকে এজলাস থেকে আইনজীবরা বের করার চেষ্টা করে। সময় টিভির সাংবাদিক সিয়াম দূর থেকে সে সাংবাদিক পরিচয় দেয়ায়। আইনজীবী মিলে কিল, ঘুষি, লাথি মারেন। এতে গুরুত্বর আহত হয়েছেন সিয়াম। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *