বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, উড়ে এসে জুড়ে বসা দল নয়: মির্জা ফখরুল

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই পালাতে বাধ্য হয়েছে। নানা নির্যাতন-নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি।

তিনি আরও বলেছেন, ‘দেশের সব অর্জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছে এবং তার দেখানো পথেই বিএনপি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে।’ 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এমন কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘আজকে অনেক ষড়যন্ত্র চলছে। মিথ্যা অপবাদ ও অপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ৪৭ বছর—যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি, বাংলাদেশকে। নানা নির্যাতন-নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি। এই দল ফিনিক্স পাখির মতো। একে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপি সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসেনি।’ 

তিনি বলেন, ‘আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’  

তিনি আরও বলেন, জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, যা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একটি তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার রাষ্ট্রে পরিণত করেছিলেন।’

১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৬ সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বলে উল্লেখ করেন তিনি। 

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *