গণমঞ্চ নিউজ ডেস্ক –
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। বিএনপি বিশ্বাস করে দলমত নির্বিশেষে ধর্ম যার যার রাষ্ট্র সবার।
শুক্রবার (২৬ আগস্ট) দুর্গাপূজা উপলক্ষ্যে কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণ কিত্তা এলাকায় রাধাগোবিন্দ জীউ মন্দির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানান। ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার। বাংলাদেশের সকল নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপি’র নীতি এটাই বিএনপির রাজনীতি এটাই তারেক রহমানের আদর্শ।
তিনি বলেন, গত ১৫ বছরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোর জন্য পতিত শেখ হাসিনা সরকার দায়ী। বিগত অবৈধ অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন, শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে। বিতাড়িত সরকার গত ১৫ বছর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা করেছে তার নিরপেক্ষ তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমান পুত্র ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধাগোবিন্দ জীউ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু মহাদেব ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন ঘোষ।
এছাড়া অনুষ্ঠানে মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আমান উল্লাহ আমান আঁটি ভাওয়াল পাঁচদোনা বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।