বামুনিয়া ফাজিল মাদ্রাসায় সংঘর্ষের আশঙ্কা, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীকে জোর করে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল পদকে ঘিরে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। প্রিন্সিপাল বেলাল হোসেনের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি আন্দোলনের পর এবার তার সমর্থনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) প্রিন্সিপালের সমর্থনে আয়োজিত শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় মাদ্রাসার ছাত্র মো. সোহান বাবু (১৯)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি বহিরাগত বাপ্পি নামের আরেকজনকে সঙ্গে নিয়ে জোর করে সোহানকে নির্জন ঘরে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করে। হামলায় সোহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে সহপাঠীরা।

পরিবারের অভিযোগ, হামলাকারীরা শুধু সোহানকে পেটানোতেই থেমে থাকেনি, বরং তার বাবাকে ফোন দিয়ে তাকেও পেটানোর হুমকি দিয়েছে।

বর্তমানে আহত সোহান থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *