বামুনিয়া ফাজিল মাদ্রাসায় পাল্টাপাল্টি বিক্ষোভ, প্রিন্সিপালকে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল পদকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৫ অক্টোবর) মাদ্রাসার প্রিন্সিপাল বেলাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় একদল প্রভাবশালী ব্যক্তি ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। এরই প্রতিবাদে পরদিন রবিবার (৬ অক্টোবর) শিক্ষার্থীরা পাল্টা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

শনিবারের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রিন্সিপাল বেলাল হোসেন মাদ্রাসা পরিচালনায় একক আধিপত্য বিস্তার করছেন এবং কমিটি গঠন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করছেন। তারা দ্রুত তার অপসারণ দাবি করেন।

তবে রোববার সকালে শিক্ষার্থীরা একই স্থানে পাল্টা প্রতিবাদে নামে। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রিন্সিপাল বেলাল হোসেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শবান শিক্ষক, যিনি যোগদানের পর থেকেই মাদ্রাসায় শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। শিক্ষার্থীরা দাবি করেন, কিছু স্বার্থান্বেষী মহল কমিটি গঠন প্রক্রিয়ায় প্রিন্সিপালের নিরপেক্ষ অবস্থান পছন্দ না করায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে পদচ্যুত করার চেষ্টা করছে।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মাদ্রাসা এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এ বিষয়ে এখনো প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *