বাবার হাতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ছেলে খুন, কী ঘটেছিল জানালেন মা

গণমঞ্চ ডেস্ক নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে নিহত হয়েছেন মোহাম্মদ শাহেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মায়নী ইউনিয়নের পশ্চিম মায়নী গ্রামে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে।

শাহেদের মা কামরুজ্জাহান জানান, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমার সংসার ছিল। তাদর নিয়ে চট্টগ্রামের সিডিএ এলাকার একটি ভাড়া বাসায় থাকি। শাহেদের বাবা সৌদিপ্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে আমাদের মানসিক নির্যাতন করছিলেন। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন। তিনি সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে ঘরে আনেন। এ নিয়ে পরিবারে কলহ বাড়তে থাকে। বুধবার বিকেল চারটার দিকে এ নিয়ে তারা মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সন্ধ্যায় এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ছেলের সঙ্গে বাবার কথা কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে বুকের মধ্যে সজোরে আঘাত করেন তিনি। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে আমার ছেলে। কোন অপরাধে আমার ছেলেটাকে খুন করল? এমন পাষণ্ড বাবা কি আছে যে নিজ হাতে ছেলেকে হত্যা করে? আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতালের চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা ছুরিকাঘাত করলে শাহেদ নিহত হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *