গণমঞ্চ নিউজ ডেস্ক –
ঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হচ্ছে দক্ষিণাঞ্চলে।
তবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) খুব বেশি মাত্রায় বেশির সম্ভাবনা কম। কারণ, এই লঘুচাপ অপেক্ষাকৃত দুর্বল।
আবাহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও কম। সেজন্য বৃষ্টি আগামীকাল শুক্রবারই কমে যেতে পারে। তবে আগামী রবিবার থেকে তা আবারও বাড়তে পারে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোয় গতকাল বুধবার দেওয়া সতর্কসংকেত আজও বহাল আছে।
আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।
তবে লঘুচাপের প্রভাব খুলনা ও বরিশালেই বেশি পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, “আজই কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে যেতে পারে। আবার রবিবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে।”