গণমঞ্চ নিউজ ডেস্ক –
বাংলাদেশি নাগরিকদের ফ্রান্স ভ্রমণ সহজ করতে ঢাকার গুলশানে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্সের দূতাবাস ও ভিএফএস গ্লোবাল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন।
রাষ্ট্রদূত বলেন, “আমরা এই নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করতে পেরে আনন্দিত। ভিসা আবেদন সংগ্রহের কাজ আউটসোর্স করার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বাসিন্দাদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করা।”
নতুন সেন্টারটি গুলশান অ্যাভিনিউয়ের ১১৮ নম্বরে অবস্থিত। বুধবার থেকে এখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে ইতোমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু রয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে প্রতিদিনের ভিসা আবেদন সংখ্যা বৃদ্ধি পাবে, অপেক্ষার সময় কমবে, আধুনিক পেমেন্ট সুবিধা চালু হবে এবং আবেদনকারীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত হবে। তিনি স্পষ্ট করেন, ভিএফএস গ্লোবালের ভূমিকা কেবল আবেদন গ্রহণ ও নথি সংগ্রহের মধ্যে সীমিত থাকবে; ভিসা আবেদন প্রক্রিয়াকরণ সম্পূর্ণভাবে দূতাবাসের দায়িত্বেই থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিএফএস গ্লোবালের বাংলাদেশ প্রতিনিধি বলেন, “বাংলাদেশ থেকে ফ্রান্স ভ্রমণের চাহিদা ক্রমেই বাড়ছে। ভিএফএস গ্লোবালের বৈশ্বিক অভিজ্ঞতা বাংলাদেশের নাগরিকদের জন্য ফরাসি ভিসা সেবাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করবে।”
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের ভিসা প্রক্রিয়ায় ভিএফএস গ্লোবাল বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। বর্তমানে তারা ২৯টি দেশে ৭০টি নিবেদিত ভিসা সেন্টার পরিচালনা করছে।
নতুন কেন্দ্রটিতে প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা আবেদনকারীদের প্রতিটি ধাপে সহায়তা করবেন। এখানে নগদ, কার্ড ও অনলাইনের মাধ্যমে ফি প্রদানের সুযোগ থাকবে। এছাড়া সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও পাসপোর্ট সংগ্রহের জন্য বাড়তি সময়সীমারও ব্যবস্থা রাখা হয়েছে।
ভিএফএস গ্লোবাল প্রতিনিধি আরও বলেন, “আমরা আমাদের অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে উচ্ছ্বসিত। এ ভিসা আবেদন কেন্দ্র ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাড়তি ভ্রমণ চাহিদা পূরণে সহায়ক হবে এবং আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গ্রাহকসেবায় উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।”