ফেব্রুয়ারিতেই  নির্বাচন, এমন কোনো শক্তি নেই দেরি করবে: প্রেস সচিব

গণমঞ্চ নিউজ ডেস্ক-

অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এখানে কোনো শক্তি নেই নির্বাচনকে দেরি করবে। চিফ অ্যাডভাইজার বলেছেন। এরপর ইলেকশন কমিশনও বলেছে। আমাদের পুরো জাতি এটির জন্য প্রস্তুতি নিচ্ছে।

আজ শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে, ইলেকশন নিয়ে যারা কাজ করে সবাই পুরো দমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপণ করছেন তাদের বলব- আপনারা থামেন। রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে।

তিনি আরও বলেন, জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বর্ষাটা শেষ হলে দেখবেন পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। পাড়ায় পাড়ায় নির্বাচনি অফিস হচ্ছে। এটার আমেজ সব জায়গাতে আসবে। আমেজ শুরু হলে কারো মনে যদি সন্দেহে থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন ছাত্রদল নেতা রাব্বিও। এছাড়া ঢাকায় ছোট ব্যবসা করতেন আল আমিন। তাকেও গুলি করে মারা হয়েছে। ছুটি পেয়েছি, এসেছি। এই দুজনের কবরে ফুল দিয়ে সম্মান জানিয়েছি। বাকি ৮ জনের প্রত্যেকের কবরেও যাব। কারণ, তাদের আত্মত্যাগে নতুন একটি দেশ পেয়েছি।সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। সামনে একটা সুন্দর নির্বাচন হবে। তাদের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই তাদের সম্মান জানাতে এসেছিলাম।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *