মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ থেকে
ফরিদগঞ্জে ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫ইং) সকালে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হক সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে জুলুস শুরু হয় এবং ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।
মিছিলে বিভিন্ন মাদ্রাসা, ইসলামি সংগঠন, স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-পোস্টার, সবুজ পতাকা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরে শ্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুছে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। মুসলমানদের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়নই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।