ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নে সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নে পূর্ব বদরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন হইতে বদিউজ্জামাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আঞ্চলিক কাঁচা সড়কটির বেহাল দশা। যানবাহন ও সাধারন মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৬ গ্রামের বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে টানা বৃষ্টির ফলে কাঁচা সড়কে বিভিন্ন স্হানে ছোট বড় গর্ত ও পানি জমে কাদা যুক্ত হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে সড়কটি। এতে যাতায়াতের অনুপযুক্ত হওয়ায় প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা । যান- চলাচলে ও প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

বর্ষা মৌসুমে ঐ এলাকার কৃষি উৎপাদিত ফসল বাজার জাত করতেও চরম ভোগান্তি সহ যানবাহনে অতিরিক্ত টাকা গচ্চা দিতে হয় স্হানীয় কৃষকদের।

ইউনিয়নের , উত্তর দক্ষিণ ও পূর্ব অঞ্চলের ৬টি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সেবা নিতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীরা যাতায়াতে এ সড়কটিই হচ্ছে তাদের একমাত্র যোগাযোগ মাধ্যম।

ঐ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় এ গুরুত্বপূর্ণ জনপদ সড়কটি বছরের পর বছর অবহেলিত হয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারী সহ এলাকাবাসীর। তাই দ্রুততম সময়ে এ কাঁচা সড়কটি পাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি স্হানীয়দের।

এ বিষয়ে কথা হলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, সড়কটি পাকা করনে সংশ্লিষ্ট দপ্তর একটি আইডি নাম্বার লিপিবদ্ধ হয়েছে। বাজেট হলেই দ্রুততম সময়ে সড়কটি পাকা হবে এমটাই আশ্বস্ত করেছেন তিনি।

তবে এক্ষেত্রে উপজেলা প্রশাসনের সুনজরও থাকতে হবে প্রকল্প দ্রুত সময়ে বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করতে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *