পৃথক দুর্ঘটনায় কুমিল্লায় যুবদল নেতাসহ নি’হত ৩

গণমঞ্চ নিউজ ডেস্ক –

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতাসহ তিনজনের প্রাণ গেছে।

বুধবার সকালে দেবিদ্বার উপজেলায় এবং মঙ্গলবার সন্ধ্যায় আদর্শ সদর ও রাতে বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কবীর হোসেন (৪৮), হ্যাপি ভৌমিক (৪৫) ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মোহাম্মদপুর গ্রামের অটোরিকশা চালক মনির হোসেন (৩৯)।

মীরপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, “বুধবার সকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মনির হোসেন নিহত হন।

“ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।”

আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই আনিসুর।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হ্যাপি ভৌমিক নামের এক নারী নিহত হয়েছেন বলে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানিয়েছেন।

স্বজনরা বলেন, বিকালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে শংকুচাইল এলাকায় কালভার্টে উঠতে গিয়ে হ্যাপি তার স্বামীর বাইক থেকে ছিটকে পড়েন। এ সময় তার মাথায় রক্তক্ষরণ হয়। পরে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১০টায় তাকে দাহ করা হয়।

একই দিন সন্ধ্যায় দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “গুরুতর আহত কবীর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে কবীবের মৃত্যু হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *