পুলিশ এখনও অকার্যকর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকার: সাখাওয়াত হোসেন

গণমঞ্চ ডেস্ক-

আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পরও পুলিশ এখনও সংগঠিতভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১০ আগস্ট) ঢাকার গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত “ইন্টারিম সরকারের ৩৬৫ দিন” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কার্যকর পুলিশ বাহিনী ছাড়া সরকারের পক্ষে কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে।”

সাখাওয়াত হোসেন আরও বলেন, আগের সরকার পুরো রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল—এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন এমনকি সেনাবাহিনীও ছিল।
“ফ্যাসিবাদ প্রতিটি প্রতিষ্ঠানে ঢুকে পড়েছিল, কোনো কিছুই অক্ষত ছিল না। এমন পরিস্থিতিতে এক বছরে কীইবা করা সম্ভব?” প্রশ্ন রাখেন তিনি।

তিনি জানান, পরবর্তী সরকার যাতে কার্যকরভাবে কাজ করতে পারে, সে জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।

শ্রম খাতের চ্যালেঞ্জ প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা স্মরণ করেন, শ্রম মন্ত্রণালয়কে প্রথমে বেক্সিমকো গ্রুপের সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল, যেখানে ৩৮ হাজার শ্রমিক কাজ করেন।

“তারা প্রতিদিন বিক্ষোভ করছিল এবং অস্থিরতা সৃষ্টি করছিল। আমি সবসময় চাপের মধ্যে ছিলাম, কোনো স্বস্তি ছিল না,” বলেন সাখাওয়াত, যিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

তিনি উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে সাফল্য এলেও বড় ধরনের ব্যর্থতাও হয়েছে।

“বেক্সিমকো একাই ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৪৮ হাজার কোটি টাকা নিয়েছে, আর টাকার কোনো হদিস নেই। আমি ক্ষোভ থেকে নাম বলছি। শুধু জনতা ব্যাংকই দিয়েছে ২৪ হাজার কোটি টাকা,” যোগ করেন তিনি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *