গণমঞ্চ নিউজ ডেস্ক –
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন শেখ (৩৫) ভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের ছেলে। অভিযুক্ত আলা উদ্দিন সালাউদ্দিন শেখের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন শেখ গত বৃহস্পতিবার থেকে জরুরি কাজে ঢাকায় ছিলেন। মাদকাসক্ত আলা উদদীন শেখ এদিন রাতে সালাউদ্দিনের স্ত্রীর ঘরে প্রবেশ করে। এসময় সালাহউদ্দিনের স্ত্রী ও মেয়ে চিৎকার শুরু করলে আলাউদ্দিন দ্রুত পালিয়ে যায়। মোবাইল ফোনে ঘটনা জানতে পেরে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়ি আসেন সালাহউদ্দিন। বিষয়টি জানতে চাইতেই তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ছোট ভাই। এনিয়ে দুজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে আলাউদ্দিন বটি দিয়ে সালাহউদ্দিনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।