গণমঞ্চ নিউজ ডেস্ক –
সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) ভোররাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের পিচ্চি কামাল (৪৫), আবু সাঈদ (২১), আবুল কালাম (৩২)। এ তিনজনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকার চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয় ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলমকে (৩৫)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, খনিজ সম্পদ অধিদপ্তরের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক আনোয়ারুল হাবিব অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১,৫০০ জনকে আসামি করে সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।