ছবি: আরব নিউজ
গণমঞ্চ নিউজ ডেস্ক –
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হয়েছেন। শনিবার দু’টি আলাদা হামলায় তারা মারা যান। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বাদার এলাকায় সেনাবাহিনীর গাড়ি বহরে গুলি চালায় সন্ত্রাসীরা।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় ১২ সেনা নিহত হন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান ১৩ জন সন্ত্রাসী। এছাড়া আরো চারজন আহত হয়।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। সেনাদের কাছ থেকে অস্ত্র এবং ড্রোন দখল করার দাবিও করেছে তারা।
এছাড়া লোয়ার দির এলাকায় জঙ্গি আস্তানায় বন্দুকযুদ্ধে সাত সেনা নিহত হন। এসময় ১০ জন সন্ত্রাসীও নিহত হন।
এদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। সন্ত্রাস দমনে কোনো আপস করা হবে না বলেও জানান জানান তিনি। পাক প্রধানমন্ত্র্রী আরো বলেন, সন্ত্রাসবাদ নিয়ে কোনো ধরনের রাজনীতি বা বিভ্রান্তিকর প্রচারণা পাকিস্তান মেনে নেবে না।