পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিন শতাধিক মানুষের মৃত্যু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা দুদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্যানুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ইসলামাবাদ থেকে সড়কপথে সাড়ে তিন ঘণ্টা দূরের বুনের জেলা। একাই এখানে প্রাণহানি হয়েছে অন্তত ১৮৪ জনের। এছাড়া শাংলা এলাকায় ৩৪ জন মারা গেছেন। শুক্রবার ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে। জরুরি চিকিৎসা, খাদ্য সহায়তা ও সড়কপথ সচল করার কাজ শুরু হয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বেসামরিক ও সামরিক বাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রীও এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন। এক বিবৃতিতে দার বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আছি।”

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছে, ২১ আগস্ট পর্যন্ত এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পাকিস্তানের পাশাপাশি প্রতিবেশি ভারত ও নেপালের কিছু অংশেও গত এক সপ্তাহ ধরে বন্যা ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *