পাকিস্তানের বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন আফ্রিদি

গণমঞ্চ ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার এ ঘোষণা দিয়েছে।

দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়জন বিশিষ্ট ক্রীড়াবিদকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে। আফ্রিদির পাশাপাশি ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করা পাকিস্তানের সর্বকনিষ্ঠ পর্বতারোহী শাহরোজ কাশিফ এবং প্রয়াত অশ্বারোহী মালিক মুহাম্মদ আত্তাও হিলাল-ই-ইমতিয়াজ পাবেন।

‘বুম বুম’খ্যাত আফ্রিদি পাকিস্তানের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচে ১১ হাজার ১৯৬ রান ও ৫৪১ উইকেট শিকার করেছেন। ২০০৯ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।

এ ছাড়া চলতি বছর আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মির এবং প্যারা-অ্যাথলেট হায়দার আলীকে দেয়া হবে ‘সিতারা-ই-ইমতিয়াজ’।

ন্যাশনাল মিক্সড মার্শাল আর্টিস্ট শাহজাইব রিন্দ ও কাবাডি খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদ পাবেন প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অব পারফরম্যান্স। স্কোয়াশ খেলোয়াড় হামজা খান, শ্যুটার মোহসিন নওয়াজ ও টেনিস খেলোয়াড় রাশিদ মালিক মনোনীত হয়েছেন তামঘা-ই-ইমতিয়াজ-এর জন্য।

সব পুরস্কার আগামী ২০২৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে প্রদান করা হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *