গণমঞ্চ ডেস্ক
আগামীতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল। তিনি জানান, ২০২৬-২৭ সেশন থেকে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হবে সম্ভাব্য ভর্তি কার্যক্রম।
সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।
তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে না পারার জন্য প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশুনা শেষ করে বেকার থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশে আয়বৈষম্য ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে আয়বৈষম্য দূর করা সম্ভব বলে জানান তিনি।
এ সময় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে আগামীতে আরও উদ্যোগ নেওয়ার কথাও জানান কবিরুল।