পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ শুরু হবে।

আশরাফুল আলম, ঢাকা থেকে

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল জানান, আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এর স্টল তৈরির কাজ চলছে। এবারের মেলায় পাকিস্তান, মিসর ও লেবানন থেকে চারটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। পাশাপাশি, দেশীয় শতাধিক প্রকাশনাও তাদের বই নিয়ে মেলায় উপস্থিত থাকবে।

এবারই প্রথম মেলার স্টল বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে।
মেলায় পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকছে শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার। এছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

নব্বইয়ের দশকের শেষ দিকে সীমিত পরিসরে ইসলামি বইমেলার যাত্রা শুরু হলেও বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *