গণমঞ্চ ডেস্ক নিউজ
আজ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা। রাসুল (সা.)-এর রোগমুক্তির এই দিনকে ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করেন মুসলমানরা। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রমতে, আখেরি চাহার সোম্বা একটি আরবি ও ফারসি শব্দ-যুগল। এর আরবি অংশ আখেরি, যার অর্থ ‘শেষ’ এবং ফারসি অংশ চাহার সোম্বা, যার অর্থ ‘বুধবার’।
১১ হিজরির শুরুতে হজরত মুহম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর বুধবার তিনি সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। সে হিসেবে প্রতি বছর সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সোম্বা হিসেবে পালিত হয়।
এ উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানা গেছে।