নৌকাসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

গণমঞ্চ ডেস্ক-

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে তাদের নৌকাসহ ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালের দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- উপজেলার সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু সাবের হোসেন (২২) এবং মো. সাইফুল ইসলাম (২৫)।

শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, “নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।”

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ কোস্ট গার্ড ও স্থানীয় লোকজনের মাধ্যমে শুনেছি। সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *