নোয়াখালীর সেনবাগে ভয়াবহ আগুনে ৩০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি

রবিবার ভোররাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি প্লাইউড ফ্যাক্টরিসহ অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেবারহাট-নবীপুর সড়কের দক্ষিণ পাশে অবস্থিত ‘পল্লী প্লাইউড ফ্যাক্টরি’-তে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে প্রথম ধোঁয়া ও আগুন দেখা যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে সেনবাগ ফায়ার স্টেশনে খবর দেন।

সেনবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালেও, আগুন মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সেনবাগ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন ধারণা করছেন, সেবারহাট বাজারের একটি প্লাইউড ফ্যাক্টরির অতিরিক্ত গরম বয়লার থেকেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়েছে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে।

তিনি জানান, প্রথমে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

পরে চৌমুহনী, মাইজদী ও দাগনভূঞা থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয় এবং প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় জনগণ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন আবুল বাশার বলেন, “এ ধরনের ফ্যাক্টরি যেন জনবহুল বাজারের বাইরে স্থাপন করা হয়, যাতে পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত হয় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমে।”

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ১১টি লোহার কারখানা, হার্ডওয়্যার, সিরামিকসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার বেশি মূল্যের মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *