গণমঞ্চ নিউজ ডেস্ক –
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে তাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। নিউইয়র্ক থেকে ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, ‘ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না, যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।’
এরআগে জাতিসংঘে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সাতটি আলাদা যুদ্ধ বন্ধ করেছেন তিনি; এই সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য।
তিনি বলেন, ‘সবাই বলে যে এই অর্জনের জন্য আমার নোবেল শান্তি পুরষ্কার পাওয়া উচিত।’
একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে।’
ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি বিষয়টিতে সম্পৃক্ত। যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ‘আমি শান্তি চাই। আমি সাতটি যুদ্ধ বন্ধ করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। আর সেটি সম্ভব হবে তখনই, যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে।’
কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি ও অস্ত্রবিরতিতে ভূমিকা রাখায় ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, নরওয়ের প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। তার আগে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এ পুরস্কার অর্জন করেছেন।