নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের শুভেচ্ছা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

নেপালের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুভেচ্ছা বার্তার প্রধান উপদেষ্টা বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা আরো বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া আপনার প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপাল এবং নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *