গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাজধানীর পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বাবু সহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৫ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন- ঢাকার ২৭ নম্বর ওয়ার্ড (তেজগাঁও) এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল এবং সাতক্ষীরার আসাসুনি উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে ডালিম।
এর আগে তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কলুষিত করার উদ্দেশ্যে, সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত ও ক্ষতিসাধনের জন্য এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের ৫০-৬০ জন সদস্য গুলিস্তানে সমবেত হয়ে মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, তাদের মিছিলের স্লোগান ও কার্যক্রম দেখে পুলিশ নিশ্চিত হয় যে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিরোধী স্লোগান দেয় এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল।