নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “কে কী বলল, তা শোনার দরকার নেই।”

শনিবার (১৬ আগস্ট) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেট-সংলগ্ন নতুন কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় বাজার পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।

সাংবাদিকরা জানতে চান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন করতে “দেওয়া হবে না” বলে কোনো কোনো রাজনৈতিক দল মন্তব্য করেছে। জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ওটার ওপরে কারও কোনো কথা নেই। উনি যে মাসের কথা বলেছেন, সে মাসেই নির্বাচন হবে। কে কী বলল, সেটা শোনার আমাদের দরকার নেই।”

তিনি বলেন, “রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। অনেকে অনেক কথা বলবে, তবে জনগণ যখন নির্বাচনমুখী হবে, কেউ বাধা দিতে পারবে না। কারও কোনো শক্তি নেই নির্বাচন বন্ধ করার।”

জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে চিঠি দেয়। তবে ১২ আগস্ট এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জোর দিয়ে বলেছেন, “ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না।”

বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন হবে; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।” এর ব্যাখ্যায় তিনি বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহিদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তাদের লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।”

তিনি বলেন, “আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কারকাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, সেই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে।”

বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। ইতিবাচক সাড়া দিলেও জামায়াতে ইসলামী বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের সময় ঘোষণা করায় দলটি “বিস্মিত ও হতবাক”।

কাঁচাবাজারে সবজির দাম বাড়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “বিভিন্ন স্থানে পানি বৃদ্ধি পাওয়ায় সবজির দাম বেড়েছে। তবে তুলনামূলকভাবে আলুর দাম তেমন বাড়েনি। প্রচুর আলু হিমাগারে আছে।”

উপদেষ্টা সবাইকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।

চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “মোহাম্মদপুর, মিরপুর এলাকায় সব সময়ই চাঁদাবাজি হয়ে থাকে। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। চাঁদাবাজদের কোনো ছাড় নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *