নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি শিক্ষকরা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ এনে বিএনপিপন্থি শিক্ষক নজরুল ইসলাম নির্বাচনি দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনের সামনে সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি।

এদিকে, বিএনপিপন্থি শিক্ষিকা শামীমা সুলতানা লাকিও নির্বাচনের বর্জনের ঘোষণা দেন। এর আগে, বিভিন্ন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

জাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, আমরা নির্বাচন শুরু থেকেই বলে আসছি জামায়াতের কোম্পানি থেকে সরবরাহকৃত ব্যালট পেপার, ওয়েমার মেশিন ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার বন্ধ করতে হবে।

তানজিলা বলেন, প্রশাসন আমাদের দাবির মুখে ভোট গনণার ওয়েমার মেশিন বাতিল করলেও ব্যালট পেপার বাতিল করা হয় নাই। যেহেতু ওয়েমার মেশিন বাতিল করা হয়েছে তাহলে কোন কারণে ব্যালট পেপার ও সিসিটিভি ক্যামেরা রাখা হলো? প্রশ্ন তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা।

তিনি আরও বলেন, বিভিন্ন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে শিবিরের নেতাকর্মীরা। জাল ভোট দেওয়ার কোন প্রমাণ পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জিএস প্রার্থী তানজিলা বলেন শিবির তাদের সাংবাদিকদের মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরির চেষ্টা করছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *