নির্বাচনকে যারা বাতিল করতে চায় আমরা তাঁদের অস্তিত্ব রাখবো না: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পিআর আজগুবি, এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায়, এটা কেউ বলতে পারবে না। পিআর হচ্ছে নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। নির্বাচনকে যারা বাতিল করতে চায় আমরা তাঁদের অস্তিত্ব রাখবো না। আমাদের যাওয়ার ও হারানোর কিছু নেই।

আজ শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীদের বিরুদ্ধে নারীরা লড়েছে। আজ নারীরা যুদ্ধের ময়দানে থাকছে, পুলিশের পোশাক পড়ে দায়িত্ব পালন করছে। নারীরা মাঠে নামলে ঝড়, বৃষ্টি ও তুফান কোন কিছু থামাতে পারে না। নারীরা ঐক্যবদ্ধ হয়ে যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা সেই নারী হতে চাই না, যেই নারী আমাদের নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। ধানের শীষে ভোট দেওয়ায় সুবর্ণচরে এক নারীকে ধর্ষণ করা হয়েছিল। যেই নারীর নির্দেশে নারী ও শিশু ধর্ষণ হয আমরা সেই নারী হতে চাই না। আমরা ওই নারী হতে চাইনা, যিনি দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা খালেদা জিয়ার মতো নারী হতে চাই। তিনি আমাদের ছেড়ে যাননি, কখনও যাবেনও না। তিনি হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দাবি জানান।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়ের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী ও ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা প্রমুখ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *