চ্যাম্পিয়নস লিগে নাটকীয় লড়াইয়ে অ্যাটলেটিকোকে হারাল লিভারপুল

গণমঞ্চ নিউজ ডেস্ক –

চ্যাম্পিয়নস লিগের লড়াই জমে গেছে। ৯০ মিনিটের শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে যাচ্ছে দলগুলো। উত্তেজনা, উন্মাদনার কোনো কমতি রাখেনি ইউরোপ সেরার এই প্রতিযোগিতা। এবার নাটকীয় লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারাল লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে অ্যান্ডি রবার্টসনের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। এরপর দুই অর্ধে মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় অ্যাটলেটিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক।

ম্যাচের শুরুতেই জোড়া গোলের দেখায় পায় লিভারপুল। দুটিতেই সালাহ ম্যাজিক। চতুর্থ মিনিটে তার নেওয়া নিচু ফ্রি কিকে কেবল বলের দিক পাল্টে দেন অ্যান্ডি রবার্টসন। দুই মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজেই ব্যবধান বাড়ান সালাহ। বল পায়ে কারিকুরি করে রায়ান খাফেনবেখকের সঙ্গে ওয়ান-টু খেলে প্রতিপক্ষের তিন জনের চ্যালেঞ্জ সামলে নিচু শটে গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে ডিয়েগো সিমিওনের দল। জাকোমো রাসপাদোরির পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন মার্কোস ইয়োরেন্তে। এটা ছিল লক্ষ্যে তাদের দ্বিতীয় শট।

দ্বিতীয়ার্ধে আবারও এক গোল শোধ করে মাদ্রিদের দলটি। ৮১তম মিনিটে ইয়োরেন্তের দর্শনীয় গোলে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা টানেন স্প্যানিশ মিডফিল্ডার। এই গোলের পর পয়েন্ট হারানোর শঙ্কা ঝেঁকে বসে। তবে লিভারপুলও পাল্টা আক্রমণ করে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নারে হেডে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক ফন ডাইক।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *