নাঙ্গলকোটে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন

গণমঞ্চ ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দু’দিনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বিএনপির ১৪ ইউনিয়নের সম্মেলন হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এসব সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি উচ্চ বিদ্যালয় এবং বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা ফাজিল মাদরাসা।

মঙ্গলবার বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো হলো—আদ্রা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলাইন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী ইউনিয়নের বটতলী এম এ মতিন উচ্চ বিদ্যালয় ও বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়, বক্সগঞ্জ আলিম মাদরাসা ও বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড্ডা পূর্ব ইউনিয়নের জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়, জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোড্ডা বাজার সিদ্দিকীয়া আলিম মাদরাসা, এবং জোড্ডা পশ্চিম ইউনিয়নের দুয়ারিয়া জামিউল উলূম কওমী মাদরাসা।

পূর্বঘোষণা ছাড়াই শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে স্কুলে এসে মাঠে সম্মেলনের মঞ্চ ও শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে হতবাক হয়। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। কিছু প্রতিষ্ঠানে মাইকের উচ্চ শব্দ উপেক্ষা করে কয়েক ঘণ্টা পাঠদান চললেও শেষ পর্যন্ত সেগুলোও বন্ধ হয়ে যায়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নাঙ্গলকোটের ১৬ ইউনিয়নের মধ্যে ১৪ ইউনিয়নের সম্মেলন ১২ ও ১৩ আগস্ট করার ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, প্রথম দিন ৭ ইউনিয়ন এবং পরদিন ৭ ইউনিয়নের সম্মেলন হয়। এর মধ্যে দৌলখাঁড়, আদ্রা উত্তর, রায়কোট দক্ষিণ ও পেরিয়া ইউনিয়নের সম্মেলন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের বাইরে অনুষ্ঠিত হয়। মৌকরা ও সাতবাড়িয়া ইউনিয়নের সম্মেলন জেলা বিএনপি স্থগিত করে। বাকি ১০ ইউনিয়নের সম্মেলন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হওয়ায় মোট ১৫টি প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হয়।

বাঙ্গড্ডা ফাজিল মাদরাসার আলিম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ক্লাস শুরুর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে স্লোগান শুরু করেন। পরে শিক্ষকরা ছুটি দেন। পড়াশোনার সময় রাজনৈতিক অনুষ্ঠান করার কোনো যৌক্তিকতা নেই। চাইলে খালি মাঠ বা ছুটির পর অনুষ্ঠান করতে পারতো।

জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ বলেন, মাইকের শব্দ ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, এভাবে সম্মেলন আয়োজন দলীয় গঠনতন্ত্র বিরোধী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাজনৈতিক কার্যক্রম করার বিধান নেই। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন নেতাদের জানাব।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার বলেন, এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *