স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সরকারি ব্যবস্থাপনায় উপজেলার ৩১৩টি কেন্দ্রে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি) পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে ১ লক্ষ ৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সামাদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। জনসচেতনতা ও সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। নবীগঞ্জের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন।”
প্রধান অতিথি মো. রুহুল আমিন বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের টিকা কার্যক্রম অত্যন্ত জরুরি। লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার, সমাজ ও স্থানীয় গণ্যমান্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।