‎নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: লক্ষাধিক শিশু বিনামূল্যে টিকা পাবে




‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি



‎টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

‎সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সরকারি ব্যবস্থাপনায় উপজেলার ৩১৩টি কেন্দ্রে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি) পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে ১ লক্ষ ৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সামাদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। জনসচেতনতা ও সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। নবীগঞ্জের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন।”

‎প্রধান অতিথি মো. রুহুল আমিন বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের টিকা কার্যক্রম অত্যন্ত জরুরি। লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার, সমাজ ও স্থানীয় গণ্যমান্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

‎আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।

‎সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *