নবীগঞ্জে করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই-গুমগুমিয়া‎রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই-গুমগুমিয়া
‎রাস্তার পর্যন্ত বেহাল অবস্থা,একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক-দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কজুড়ে কর্দমাক্ত অংশ, গভীর খানাখন্দ এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা। তারা এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান।

‎স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে কাদা পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

‎একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, “এই রাস্তায় হাঁটাও দুঃসাধ্য হয়ে গেছে। প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়।”

‎স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সড়কের কিছু অংশে আংশিক সংস্কার কাজ করা হয়েছিল, কিন্তু তা স্থায়ী সমাধান দেয়নি। বর্তমানে সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

‎করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, “আমাদের নিজস্ব অর্থায়নে কিছু অংশে সংস্কার করা হয়েছে। তবে পুরো সড়কের উন্নয়নের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতা অপরিহার্য। আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।”

‎১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজান বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। বারবার আবেদন করা হলেও কাজ শুরু হয়নি। আমরা আশা করছি, জেলা ও উপজেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

‎২নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান জানান, “প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। এই অবস্থা দীর্ঘদিনের। এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। অবিলম্বে সংস্কারের দাবি জানাচ্ছি।”

‎৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুর রহমান বলেন, “ইউনিয়ন পরিষদ নিজের ক্ষমতার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।”

‎স্থানীয়ভাবে সচেতনতা ও সহযোগিতার অংশ হিসেবে সড়ক সংস্কারের উদ্যোগে অংশগ্রহণ করেছে কয়েকটি সামাজিক সংগঠন, এর মধ্যে রয়েছে গুমগুমিয়া ছাত্র কল্যাণ সংস্থা,করগাঁও বৈশাখী ক্লাব,পাঞ্জারাই যুব সংঘ  পরিষদ,সংগঠনগুলোর পক্ষ থেকেও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে।

‎ এলাকাবাসীর ভাষ্য, কেবল আশ্বাসে নয়- বাস্তব উদ্যোগে রূপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিশ্রুতি। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত কার্যকর সংস্কারকাজ শুরুর জোর দাবি জানিয়েছেন।


Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *