ইমরান আহমদ কাজল, হবিগঞ্জ থেকে
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সেরফরাজপুর এলাকায় গত (সোমবার) ০৬ অক্টোবর ২০২৫ ইং, রাত ৮টা ২০ মিনিটের দিকে দেবপাড়া ইউনিয়নের বেটির দোকানের পাশে মসজিদের সামনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, প্রথমে তারা লোকটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান। কেউ কেউ ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন (পাগল) হতে পারেন। আবার অনেকে বলছেন, তিনি সম্ভবত কোনো ট্রাক বা বাসের হেলপার। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার ফাঁড়ির ইনচার্জ কাজল সাহেবকে বিষয়টি অবহিত করেন। তিনি জানান, “আপনারা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন, আমি ঘটনাস্থলে আসছি। পরে ফাঁড়ির ইনচার্জ কাজল ঘটনাস্থলে পৌঁছে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রক্তাক্ত ওই ব্যক্তি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
তাকে উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কাজল আরও বলেন, “ওই ব্যক্তির মানসিক ভারসাম্যহীনতার কারণে তার পরিচয় ও ঠিকানা পরিষ্কারভাবে জানা সম্ভব হচ্ছে না। তার পরিচয় শনাক্তে আশপাশের এলাকায় নোটিশ দেওয়া হবে। বর্তমানে আহত ব্যক্তি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।