গণমঞ্চ ডেস্ক-
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, সোমবার নিকলী নদী থেকে বালু উত্তোলন করতে যান যুবদল নেতা সোহেল রানা। এ সময় তাকে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাধু সোহেল। এর জেরে আজ মঙ্গলবার সোহেল ও গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে উপজেলা সদরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।
নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গত রবিবার রাত ৮টার দিকে ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামের একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ লোকজন সংঘর্ষে জড়িয়েছেন।
সংঘর্ষের বিষয়ে কথা বলার জন্য গিয়াস উদ্দিন ও সোহেলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধ ও সংঘর্ষের বিষয়ে তিনি জানেন না।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।