গণমঞ্চ ডেস্ক-
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (আজ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গাজীপুরে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এমন ঘটনা কল্পনাও করতে পারি না। ইতোমধ্যে অধিকাংশ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মামলায় দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে।”
জাহাঙ্গীর আলম আরও বলেন, “সরকার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। তবে একটি প্রাণ চলে গেছে — তার জন্য তো আর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।”
সাংবাদিক হত্যার ঘটনায় সমাজের সহনশীলতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমরা জাতি হিসেবে অনেক বেশি অধৈর্য হয়ে পড়েছি। আমাদের ধৈর্য নেই বললেই চলে।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এক সময় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচাতে এগিয়ে যেত। এখন কেউ এগিয়ে আসে না। বরং সবাই মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত থাকে।”
এক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর বলেন, “সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো জরুরি। এই কাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”