দেশের সামনে মুখ দেখাতে পারবেন না মোদি: রাহুলের হুঁশিয়ারি

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মোদি সরকারের ‘ভোট কারচুপি’ নিয়ে হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের পাটনায় এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। খবর হিন্দুস্তান টাইমসের।

বিহারের ২৫ টি জেলায় রাহুলের ১৬ দিনব্যাপী ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ হয় সোমবার। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তিনি।

‘ভোটার অধিকার যাত্রা’র শেষ দিনে রাহুল গান্ধী বলেন, ‘আমরা তাদেরকে (বিজেপি) সংবিধান হত্যা করতে দেব না।’

এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্যে করে কংগ্রেস নেতা বলেন, ‘হাইড্রোজেন বোমা পড়লে, জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না নরেন্দ্র মোদি।’

এরআগে, ভোট অধিকার যাত্রা চলাকালীন এক জনসভায় রাহুল জানিয়েছিলেন, এক এক করে সব জায়গার ভোট চুরি পুরো দেশের সামনে তুলে ধরা হবে।

এদিকে ৭ অগস্ট রাহুল গান্ধী তথ্যপ্রমাণ দিয়ে ভোট চুরির অভিযোগ করার পর থেকে অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাহুলের অভিযোগের কোনো উত্তর এখনো দেয়নি বিজেপি। তবে পাটনার বিজেপি সংসদ সদস্য রবি শঙ্কর প্রসাদ বলেন, ‘তিনি যাকে পরমাণু বোমা বলেছিলেন, তা এখন বোকামিতে পরিণত হয়েছে। নির্বাচনের সঙ্গে পরমাণু বোমা এবং হাইড্রোজেন বোমার কী সম্পর্ক?’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *