দেশপ্রেমিক লোকজন কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে: গোলাম মাওলা রনি

গণমঞ্চ ডেস্ক

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে “দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়েছে।” আজ ১৩ আগস্ট বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি তার পোস্টে লিখেছেন, “ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিলো। দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে। এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে।”

তিনি আরও দাবি করেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল, সেগুলোও “দেশপ্রেমিকরা” সরিয়ে নিয়েছে, যার ফলে নদীর নাব্যতা বেড়ে গেছে। এর সুবিধা হিসেবে “ভারত থেকে বিনা বাঁধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে।”

পোস্টে গোলাম মাওলা রনি ব্যঙ্গ করে বলেন, “ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে ওভাবে যদি সারাদেশের নদ নদী পাহাড় সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “মরুভূমির নিচে তেল থাকবে। সেখানে হাজার হাজার উট দুম্বা ভেড়া চড়ে বেড়াবে। আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দেরকে ভাড়া করে এনে সাণ্ডার খামার তৈরি করবে।”

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *